বর্তমান নির্বাচন কমিশন অত্যান্ত শক্তিশালী- শাজাহান খান এমপি

- আপডেট সময় : ০১:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৭০ বার পড়া হয়েছে
বিএনপির উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে আর নির্বাচন হবে না। বাংলাদেশে নির্বাচন হবে সারা বিশ্বের গণতান্ত্রিক প্রক্রিয়ায়। গণতান্ত্রিক পদ্ধতিতে, ঐ একই পদ্ধতিতে নির্বাচন হবে বাংলাদেশে। অর্থাৎ নির্বাচনকালীন মন্ত্রী পরিষদ পরিচালনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশন অত্যান্ত শক্তিশালী। সোমবার সন্ধ্যায় মাদারীপুর শহরের শেখ হাসিনা সড়কের সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, আন্দোলনের নামে যদি নাশকতা করেন তাহলে বাংলার মানুষ এমন অবস্থা করে ছেড়ে দিবো। বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করা লাগবে না। মানুষ পোড়াইয়া ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। ১৩, ১৪, ১৫ সালে ৯২ জন ড্রাইভার হেলপার মারছেন, ১৭ জন পুলিশ ৩ জন বিজিবি ২ জন মুক্তিযোদ্ধা ২জন ব্যাংক কর্মচারী রিক্সা শ্রমিক হকার, ফল ব্যবসায়ী গার্মেন্টস শ্রমিক অসংখ্য শিশু নারী। এদের মেরে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছিলেন। কারণ এদের মারলে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিবে আর ওনারা ক্ষমতা দখল করে আবার লুটপাট করবেন। সেই স্বপ্নে গুড়ে বালি। আর সেই স্বপ্ন আর স্বপ্ন দেইখেন না।
মাদারীপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি সাইফুল কাজীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি হাফিজুর রহমান খান, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম কিবরিয়া হাওলাদার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। আলোচনা সভা শেষে কেক কাটার আয়োজন করা হয়।