২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট

- আপডেট সময় : ০২:১৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গত ৩ বছর করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকলেও, এবারের বাজেটে ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, কোনো ব্যক্তির বার্ষিক আয় ৩ লাখ ৫০ হাজার টাকার বেশি হলে তাকে আয়কর দিতে হবে। গত অর্থবছরে করমুক্ত আয়সীমা ছিল ৩ লাখ টাকা।
প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা সাধারণ করদাতাদের ক্ষেত্রে ৩ লাখ টাকা থেকে ৫০ হাজার বাড়িয়ে সাড়ে ৩ লাখ প্রস্তাব করা হয়েছে।
নারী ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতাদের আয়সীমা সাড়ে ৩ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ থেকে ২৫ হাজার বাড়িয়ে করা হয়েছে ৪ লাখ ৭৫ হাজার টাকা।
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের ৪ লাখ ৭৫ হাজার টাকা থেকে ৫ লাখ প্রস্তাব করা হয়েছে। এছাড়া তৃতীয় লিঙ্গের করদাতাদের ক্ষেত্রে সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে।
কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০ হাজার টাকা বেশি।