বিকেল ৩টা থেকে প্রতিমা বিসর্জন শুরু

- আপডেট সময় : ০২:৪৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
রাজধানী’সহ সারাদেশে চলছে বিজয়া দশমীর উৎস’ব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শুক্রবার (১৫ অক্টোবর) শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদে’র প্রধান ধর্মীয় এ উৎসব।
এদিন বিকেল ৩টা থেকে প্রতিমা বিসর্জ’ন শুরু হবে। তবে মহামারি করোনাভাইরাসে’র কারণে এবারও বিজয়া দশমীতে শোভযাত্রা হচ্ছে না। করোনা থেকে মুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি’সহ সব মঙ্গল গ্রহণ ও অশুভকে বিসর্জনে’র মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করা হবে।
এর আগে সকালে দশমী পূজা’র মাধ্যমে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানি’কতা। সকাল ১০টা ২০ মিনিটে দেওয়া হয় দেবী বিসর্জন।
জানা গেছে, চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসে’র মধ্য দিয়ে গত ১১ অক্টোবর থেকে সারাদেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পাঁচ দিনব্যাপী পূজা-অর্চনার মধ্যদিয়ে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সনাতন ধর্মাবলম্বী’রা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে’র সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত জানান, দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত প্রতিমা বিসর্জনের জন্য কোনো প্রতি’মা মণ্ডপ থেকে বের করা যাবে না। দুপুর ৩টার পর প্রতিমা বের করার নির্দেশনা মহানগর’সহ সারাদেশে দেওয়া হয়েছে।