রেইনট্রি হোটেলে ২ তরুণী ধর্ষণ মামলায় ৫ আসামিই খালাস

- আপডেট সময় : ০৫:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ১৭৬ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্টঃ রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে ২ তরুণী’কে ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামির সবাই’কে বেকসুর খালাস দিয়েছে আদালত। আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।
দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছাম্মত কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন।
রায়ের পর্য’বেক্ষণে বিচারক বলেন, মামলার বাদী দুই নারীর অভিযোগের কোনো বিশ্বাস’যোগ্যতা নেই। ঘটনার মেডিকেল রিপোর্ট ও ডিএনএ প্রতি’বেদনের মধ্যেও মিল নেই।
বাদী এজাহারে মিথ্যা তথ্য দিয়েছেন বলেও পর্য’বেক্ষণে উল্লেখ করে আদালত। ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নিতে পুলিশকে আদালতের সুপারিশ।
এর আগে, রায় ঘোষণা উপলক্ষে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামিকে কাঠ’গড়ায় তোলা হয়।
গত ১২ অক্টোবর রায় ঘোষণার কথা থাকলেও বিচারক অসুস্থ থাকায় তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। ২০১৭ সালে বনানীর রেইন’ট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়।