সর্বশেষ ::
সাবেক অর্থমন্ত্রী মুহিত ফের হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২ ১৭৩ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্টঃ ফের অসুস্থ হয়ে পড়ায় সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতকে শনিবার সকাল সাড়ে ১১ টায় গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
মুহিতের পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই শারীরিক দুর্বলতায় ভুগছেন মুহিত। মুখ দিয়ে কোনো খাবার নিতে পারছিলেন না।
শনিবার সন্ধ্যায় আবুল মাল আবদুল মুহিতের ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন জানান, বড় ভাইয়ের শরীরের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
এরআগে গত বছরে করোনায় আক্রান্ত হন ৮৮ বছর বয়সী মুহিত। ওই বছরের ২৯ জুলাই তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ তাকে ভর্তি করা হয়।
পরে তিনি করোনামুক্ত হয়ে সেখান থেকে বাসায় ফিরেন। তখন থেকে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন প্রবীণ এই অর্থনীতিবিদ।