ক্ষমতায় যেতে অনেকেই বিদেশের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ১০:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ১৩৭ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা আওয়ামী লীগ সরকার উৎখাত করতে চায়। আওয়ামী লীগের অপরাধটা কী? আওয়ামী লীগ কোথায় ব্যর্থ হয়েছে?
শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল সাড়ে ৫টায় এ বৈঠক শুরু হয়। করোনাকালের দীর্ঘ আড়াই বছর পর অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ এই বৈঠকে প্রায় সব কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই এ দেশের নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির কালচার শুরু করেন। কিন্তু আওয়ামী লীগ ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি।
শেখ হাসিনা বলেন, আমরা চাই দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। অনেকেই আছেন, যারা অতিজ্ঞানী হলেও কম বোঝেন। বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে বদনাম করেন।