টেলিটকের ফাইভ-জি স্থগিত, ফোর-জি নিরবচ্ছিন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০১:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ৩৫২ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ মঙ্গলবার (২ আগস্ট) সকালে একনেক সভায় টেলিটকের ফাইভ-জি সেবা প্রকল্প আরও পর্যালোচনার জন্যে ফেরত পাঠানো হয়েছে।
এসময় প্রধানমন্ত্রী বলেন, টেলিটকের ফাইভ-জি প্রকল্প এখন প্রয়োজন নেই। ফোর-জি নিরবচ্ছিন্ন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একনেক সভায় মোট ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ২ হাজার ৭ কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের গবেষণা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে সরকার। এই কার্যক্রম শক্তিশালী করতে ১৬৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, যেহেতু সরকার কৃচ্ছ্রতা সাধন করছে এবং টেলিটকের ৫-জি প্রকল্পের বড় অংশই আমদানি নির্ভর। তাই ডলার ব্যবহারের ওপর চাপ কমাতেই প্রকল্পটি বাদ দেয়া হয়েছে।
আর আপাতত দেশে ৫-জি কাভারেজের চেয়ে ফোর জির পরিধি বাড়ানো জরুরি। সেই আঙ্গিকে মোবাইল অপারেটরদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে সার্বিকভাবে বিদেশি ঋণের প্রকল্পের পরিধি কমবে কি না সে বিষয়ে আলোচনা হয়নি।
এর আগে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের নেটওয়ার্ক বাণিজ্যিকভাবে চালু করার উদ্যোগ নেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
এজন্য বিভাগটি ২৩৬ কোটি ৫৪ লাখ টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আজকের সভায় অনুমোদনের জন্য তোলা হয়।