চৌদ্দগ্রামে শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট সময় : ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা, দোয়া মাহফিল ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলায় জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লবের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল।
আরোও উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল মোল্লা ও রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম সাধারণ সম্পাদক শাহিন মজুমদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটেয়ারী এনাম, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি অ্যাডভোকেট নাঈমুল হক মজুমদার রাফিদ, সহ-সভাপতি এ কে খোকন ও আব্দুল কাদের, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মতিউল ইসলাম জালাল সহ উপজেলা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।