হাতিয়ায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ ১৭৩ বার পড়া হয়েছে
উত্তম সাহা, হাতিয়া প্রতিনিধিঃ জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো নোয়াখালী হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। রোববার সন্ধ্যায় সোনাদিয়া বাংলাবাজার মাঠে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে হাতিয়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্বোধক শাহ আজিজুর রহমান মিরাজ, মো: নাজিম উদ্দিনকে সভাপতি ও নুর উদ্দিন খাঁন মেহরাজ কে সাধারন সম্পদক করে সোনাদিয়া ইউনিয়ন আওয়ামীযুবলীগের আংশিক কমিঠি ঘোষনা করা হয়।
এর আগে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম সোহেলের সভপতিত্বে অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রথম অধিবেশন।
এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ মোহাম্মদ আলী, সহ-সভাপতি ও সাবেক মেয়র একেএম ইউছুফ আলী, সহ- সভাপতি ইয়াছিন আরাফাত, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগ সদস্য মহি উদ্দিন মিস্টু, জেলা যুবলীগ সদস্য জিল্লুর রহমান, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক নুরুল আফছার রাহাত, যুগ্ম আহবায়ক জাহেদ উদ্দিন, সদস্য আব্দুস সহিদ, পৌর যুবলীগের সভাপতি আব্দুল মালেক, উপজেলা যুবলীগ নেতা বাহার উদ্দিন, প্রমুখ। সম্মেলনে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রায় সহশ্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।