লালমনিরহাটে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- আপডেট সময় : ১১:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২ ১৫৬ বার পড়া হয়েছে
মোঃ বিপুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ পহেলা জানুয়ারি রোজ শনিবার লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাবে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত নানান আনুষ্ঠানিকতায় জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে কেক কেটে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়।
রেলিটি লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব থেকে মিশন মোড় হয়ে জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে পুনরায় রেলওয়ে অফিসার্স ক্লাবে ফিরে আসে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ জাকির হাসান, সদস্য সচিব, লালমনিরহাট জেলা।
প্রধান অতিথির বক্তব্যে সদস্য সচিব মোঃ জাকির হোসেন বলেন, জাতীয় পার্টি দলটি হোসেন মোহাম্মদ এরশাদ এর সৃষ্টি। তার আদর্শকে কেন্দ্র করেই জাতীয় পার্টি তার গন্তব্যে পৌঁছে যাবে। বর্তমান সময়ে লালমনিরহাট জেলায় জাতীয় পার্টির পরিচিতি যেমন ব্যাপকভাবে বেড়েছে তেমনি ইতিপূর্বেও জাতীয় পার্টির সমাগম কম ছিল না এই জেলায়।
এই জেলার মাটি হোসেন মোহাম্মদ এরশাদ এবং জিএম কাদেরের ঘাঁটিতে পরিণত হয়েছে । উক্ত অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতিত্ব করেন জনাব মোঃ এডভোকেট নজরুল ইসলাম, আহবায়ক, জাতীয় পার্টি, সদর উপজেলা লালমনিরহাট। উক্ত আলোচনা সভা শেষে জাতীয় পার্টির সুন্দর ভবিষ্যত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।