মুক্তি পেলেন বিএনপি নেতা ইশরাক

- আপডেট সময় : ১২:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ২৬০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম।
তিনি বলেন, আদালতের আদেশ কারাগারে পৌঁছার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি মুক্তি পান। মতিঝিল থানার নাশকতা মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
আটকের পর দুই বছর আগের গাড়ি ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর আদালতে নেওয়া হলে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।