ইতালিতে অভিবাসী দিবসে বাংলাদেশ দূতাবাসে’র রেমিটেন্স পুরস্কার

- আপডেট সময় : ০১:১৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ১৮১ বার পড়া হয়েছে
প্রতি বছরের মতো এ বছরও রোম বাংলাদেশ দূতাবাস প্রবাসীদে’র জন্য রেমিটেন্স পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। ১৪ অক্টোবর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদে’র নিবন্ধন করতে আহ্বান জানায় রোম বাংলাদেশ দূতাবাস।
জানা গেছে, আন্তজার্তিক অভিবাসী দিবস উপলক্ষে সাধারণত বৈধপথে দেশে রেমিটেন্স প্রেরণকারী প্রবাসীদে’র সম্মানার্থে এ পুরস্কার বাংলাদেশ দূতাবাসে’র উদ্যোগে দেওয়া হয়। অন্য একটি সূত্রে জানা যায়, মূলত বৈধপথে অর্থ প্রেরণ করতে এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদে’র অনেক উৎসাহ জোগাবে।
ক্যাটাগরি’ভিত্তিক পুরস্কারে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। যেসব প্রবাসী বাংলাদেশি বা প্রতিষ্ঠান ১ জুলাই ২০২০ হতে ৩০ জুন ২০২১-এর মধ্যে ১০ হাজার ইউরো বৈধপথে পাঠিয়েছেন এরকম ৫ জনকে এ পুরস্কা’র প্রদান করা হবে। এর মধ্যে তিনজন পুরুষ ও দুইজন মহিলা।
দ্বিতীয় ক্যাটা’গরিতে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী তিনটি প্রতিষ্ঠান’কে পুরস্কার প্রদান করা হবে। উপরে উল্লেখিত তারিখের মধ্যে কোনো প্রতিষ্ঠান যদি ইতালি থেকে ৫০ হাজার ইউরো বৈধপথে প্রেরণ করে থাকে সেই প্রতিষ্ঠান’কে এ পুরস্কার দেওয়া হবে।
আগ্রহী প্রবাসী বাংলাদেশিদে’র বাংলাদেশ দূতাবাস রোম ও লেবার ওয়েল ফেয়ার উইং ইতালির ফেসবুক পেজ হতে ফরম ডাউন’লোড করে আবেদন করতে বলা হয়েছে।
ফরমের সাথে অবশ্যই প্রয়োজনীয় কাগজ’পত্র পাঠাতে হবে। আগামী ২৩ নভেম্বরের মধ্যে রোমে বাংলাদেশ দূতাবাসে আগ্রহীদে’র আবেদন পৌঁছতে হবে।
উল্লেখ্য, অসম্পূর্ণ বা নির্ধারিত তারিখের মধ্যে কোনো আবেদন দূতাবাসে এসে না পৌঁছলে তা বাতিল’যোগ্য হবে বলে এ তথ্য রোম দূতাবাস জানিয়েছে।