বরকামতা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ

- আপডেট সময় : ০৮:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২ ১৮০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সৌদি আরব (রিয়াদ) শাখার সংগ্রামী সভাপতি দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামের কৃতি সন্তান, মৃত ছাদিম আলীর বড় ছেলে আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে এক বানীতে তিনি বলেন, বরকামতা ইউনিয়নসহ সারা বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে জানাই “আন্তরিক শুভেচ্ছা” ও “ঈদ মোবারক।”
এসময় তিনি বরকামতা ইউনিয়ন এর সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি আরো বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বগীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদ-উল- ফিতর, ঈদ-উল- ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে।
তিনি আরো বলেন, ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে।
তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, দ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতাও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নসহ ও দেশের সকল মুসলমানদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা “ঈদ মোবারক”।