রিয়াদে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের রোগ মুক্তি কামানায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২ ১৬৫ বার পড়া হয়েছে
মোঃ রুস্তম খাঁন, সৌদি আরব প্রতিনিধিঃ রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামী পরিবারের উদ্যোগে ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সাবেক পৌর মেয়র জননেতা আল মামুন সরকারের রোগ মুক্তি কামানায় দোয়া ও আলোচনা সভা স্থানীয় এক হল রুমে রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন টিটু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস,এম সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইছা উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসির উদ্দীন, কাজী নাজিবুল, বাবুল শিকদার, কাজী বাতেন,নূরুল ইসলাম, নজরুল ইসলাম।
এসময় রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ সহ ফ্রেন্ডস অব বাংলাদেশের এগারো সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
কুরআন হতে তেলোয়াত করেন, আব্দুল্লাহ আল মামুন এবং দোয়া পরিচালনা – কাজী ওয়ায়েছ। পরিশেষে নৈশভোজের মাধ্যমে দোয়া ও আলোচনা সভার সমাপ্তি ঘটে।