মেসিকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না ‘পিএসজি’!

- আপডেট সময় : ০৭:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১ ১৮৫ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ বাছাই’পর্বের ম্যাচ খেলতে লিওনেল মেসির ডাক পড়েছে দেশে ফেরার। ব্রাজিল ও উরু’গুয়ের বিপক্ষে দুটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
মেসিকে ছাড়া সে দুই ম্যাচে অংশ’গ্রহণের কথা কল্পনাই করতে পারছেন না কোচ লিওলেন স্কালোনি।
কিন্তু দেশের ডাকে মেসির খেলতে চলে যাওয়ার ব্যাপারটি মোটেই ভালো’ভাবে নিচ্ছে না তার ক্লাব পিএসজি (প্যারিস সেইন্ট জার্মেই)।
সেটিই স্বাভা’বিক। কারণ পায়ের চোটের কারণে তো গত দুই সপ্তাহ ধরে একাদশের বাইরেই আছেন। মেসিকে ছাড়াই গত ম্যাচে নেই’মার-এমবাপ্পেরা বোর্দোকে হারিয়েছেন ৩-২ গোলে। অথচ ফুটবলের এই মহা’তারকার পেছনে বেতন বাবদ পিএসজির খরচ হচ্ছে কাঁড়ি কাঁড়ি অর্থ।
যেই তারকা চোটের কারণে দিনের পর দিন মাঠের বাইরে থাক’ছেন, অথচ এই চোট নিয়েই জাতীয় দলের হয়ে খেলবেন!
এ বিষয় পিএসজির ব্রাজি’লিয়ান ক্রীড়া পরিচালক লিওনার্দোর শঙ্কা– দেশের হয়ে খেলতে গিয়ে মেসির চোট না যেন আরও মারাত্মক আকার ধারণ করে!
ফরাসি গণমাধ্যম লা পারিসি’য়েনকে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনার্দো বলেন, ‘যে খেলোয়াড় (মেসি) খেলার জন্য ফিট নয়, তাকে আমরা জাতীয় দলের হয়ে খেলতে পাঠাতে পারি না। এর কোনো মানেই হয় না। এসব বিষয় নিয়ে ফিফার সঙ্গে আলোচনা করা উচিত।’
আগামী ১৩ নভেম্বর উরু’গুয়ের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। এর চার দিন পরই চির’প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ মেসিদের। অবশ্য এর আগেই চোট সেরে উঠবেন মেসি।
সূত্র : যুগান্তর