তাসকিন-মোস্তাফিজের বোলিংয়ে বিধ্বস্ত পাকিস্তান

- আপডেট সময় : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
ব্যাটার’রা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারলেও বল হাতে জ্বলে উঠেছে টাইগার’রা বোলররা। মোস্তাফিজ, তাসকিন, মেহেদির তোপে পাওয়ারপ্লে’তেই বিধ্বস্ত পাকিস্তানের ব্যাটিং লাইন’আপ। মাত্র ৫ ওভারেই স্কোর’বোর্ডে ২৩ রান তুলে হারিয়েছে ৩ উইকেট। তিনটি উইকেট যথা’ক্রমে তুলে নিয়েছেন মোস্তাফিজ, তাসকিন ও শেখ মেহেদি।
তাসকি’নের শিকার হয়েছেন মোহাম্মদ রিজওয়ান, বাবরকে প্যাভলিয়ানে ফিরিয়েছেন তাসকিন আর পাকিস্তানের তৃতীয় উই’কেট শিকার করেছেন শেখ মেহেদি। আর নুরুল হাসান সোহানের দূর্দান্ত এক থ্রোতে রান আউটের শিকার হয়ে ফিরেছেন শোয়েব মালিক। শেষ খবর পাওয়া পর্যন্ত পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৪ রান। ৩ রান নিয়ে ব্যাট কর’ছেন ফখর জামান। তার সঙ্গী হিসেবে ক্রিজে আছেন খুশদিল।
এর আগে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন’আপ। তবে শেষ মুহুর্তে বোলিং অলরাউন্ডার শেখ মেহেদির ক্যামিও ইনিংসে ২০ ওভার শেষে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে টাইগার’রা। তার ২০ বলে ৩০ রানের মারকুটে এক ইনিংসে ভর করে পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট ছুড়ে দিয়েছে মাহমুদ’উল্লাহ রিয়াদের দল।
বাংলাদেশ একাদশ: মাহমুদ’উল্লাহ রিয়াদ, নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফাখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।