চার উইকেট হারিয়ে খানিকটা চাপে আফগানরা

- আপডেট সময় : ০১:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ১৮৪ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্কঃ শীতের কুয়াশার আভা সরিয়ে সাগরিকার আকাশে যখন রোদে ঝলকানি, তখন বাংলাদেশ শিবিরেও আনন্দ উল্লাস। কারণটাও স্পষ্ট, ইনিংসের শুরুতে আফগান ওপেনারকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান।
শুরুর চাপ সামলে ওঠার মুখে আরও তিন ব্যাটারকে হারায় আফগানরা। ২৮ ওভার শেষে তাসকিন আহমেদদের চাপে খানিকটা কোণঠাসা সফরকারীরা।
আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট করছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ: ১০২ / ৪ (২৮ ওভার)
টস জিতে উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে আসেন রহমতউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। এই যুগলের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই ১১ রানের এই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। হাওয়ায় ভাসিয়ে দিয়ে মিড উইকেটে থাকা তামিম ইকবালের ক্যাচবন্দি হন গুরবাজ (১৪ বলে ৭ রান)।
তিনে আসা রহমত শাহকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন ওপেনার ইব্রাহীম। ষষ্ঠ ওভারের ব্যক্তিগত ৩ রানে ফিরতে পারতেন ইব্রাহীম। তাসকিন আহমেদের করা পঞ্চম বলটি ডিপ স্কয়ার লেগে উড়িয়ে মারেন তিনি।
কিন্তু সেখানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের হাত ফসকে বল মাটিতে পড়লে রক্ষা মিলে তাঁর। ক্যাচ মিসের সুযোগে চার-ছক্কা হাঁকান তিনি। যদিও থিতু হওয়ার আগেই এই ব্যাটারকে (২৩ বলে ১৯ রান) ফেরান শরিফুল ইসলাম।
তৃতীয় উইকেটের জুটিতে অধিনায়ক হাসমতউল্লাহ শহিদির সঙ্গে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনে আসা রহমত শাহ। শুরু থেকেই ধীর গতির ব্যাটে এক পাশ আগলে রাখার চেষ্টা করেন তিনি।
তবে ৬৯ বলে ৩৪ রান করা এই ব্যাটারকে কট বিহারে ফেরান তাসকিন আহমেদ। ২৮ তম ওভারে বল করতে এসে আরও এক আফগান ব্যাটারকে ফেরান মাহমুদউল্লাহ।