ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ ::
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম আইএমও এর প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত খানবাহাদুর আহ্ছানউল্লা’র আদর্শ বাস্তবায়ন তরুনদের উদ্বুদ্ধ করতে হবে নড়াইল-১আসনে আবারো আ’লীগের মনোনয়ন পেলেন বিএম কবিরুল হক মুক্তি খানবাহাদুর আহ্ছানউল্লা ছিলেন বহুমাত্রিকগুনের অধিকারী : অধ্যাপক ড. এম শমসের আলী ফের নৌকার টিকিট পেলেন রাজী মোহাম্মদ ফখরুল পি‌রোজপু‌রে ফেজবু‌কে স্টাটার্স দি‌য়ে অনার্স পড়ুয়া ছা‌ত্রের আত্মহত্যা যেভাবে জানা যাবে এইচএসসির ফল > How to know HSC result নেত্রকোণা -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক জনপ্রিয়তার শীর্ষে চাটখিলে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দিনব্যাপী গণসংযোগ করলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহ্ কুতুবউদ্দিন তালুকদার রুয়েল

সাকিবদের হারিয়ে আইপিএলের শিরোপা ধোনির চেন্নাইর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ১৯৪ বার পড়া হয়েছে

সাকিবদের হারিয়ে আইপিএলের শিরোপা ধোনির চেন্নাইর

দেশের সময়২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবারের আইপিএলের পুরো মৌসুমজুড়ে বোলিং পার’ফরম্যান্সে ভর করেই ম্যাচ জিতে এসেছে কলকাতা। আর সেই দলের বোলাররা শিরোপা নির্ধারণী ম্যাচে ছন্দ হারা’লেন। বরুণ-ফার্গুসন-নারিন-সাকিব কেউ-ই ভালো কর’লেন না।

তাদের তুলো’ধোনা করলেন চেন্নাইয়ের প্রোটিয়া তারকা ফাফ ডুপ্লেসি। রবিন উথাপ্পা আর মঈন আলিও কম যা’ননি। তারা প্রত্যেকেই তিনটি করে ছক্কা হাঁকিয়ে ৩ উইকেট হারিয়ে কলকাতা’র সামনে রাখেন ১৯২ রানের বড় সংগ্রহ। তবে ১৯৩ রানের বড় লক্ষ্যের তাড়ায় কলকাতাও দারুণ শুরু করলেও সব মাটি করে দিয়েছেন মিডল’অর্ডারের ব্যাটাররা।

আসা-যাওয়ার মিছিল শেষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫তে থেমে গেছে কল’কাতা। ফলে ২৭ রানে জয় নিয়ে আইপিএল-২১ এর শিরোপা জিতল ধোনির চেন্নাই সুপা’র কিংস। আজকের ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরুতে পারেননি কলকাতা’র অধিনায়ক ইয়ন মরগান।

গত ম্যাচে ডাক মেরে’ছিলেন তিনি। ফাইনালের মতো গুরুত্ব’পূর্ণ ম্যাচে করলেন ৮ বলে ৪ রান। এরপরই হ্যাজেলহুডের বলে চাহালে’র হাতে ক্যাচ তুলে দিয়ে দায়িত্ব শেষ করেন নিজের।

ফাইনালেও ডাক মারলেন বিশ্বসেরা অলরাউন্ডা’র সাকিব। ১৪তম ওভারের ৫ম বলে দিনেশ কার্তিকে’র আউটের পর নামেন সাকিব। সামনে বিশাল চ্যালেঞ্জ। ৩০ বলে কর’তে হবে ৭২ রান। আর ব্যাটে হাতে সাকিব নাম’লেন আর চলে গেলেন।

জাদেজা’র ওই একই ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরে’ন সাকিব। গত ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি এই অল’রাউন্ডার। দ্বিতীয় কোয়া’লিফায়ারে ছক্কা মেরে দলকে ফাইনালে তোলার নায়ক রাহুল ত্রিপাঠি আজ কিছুই করতে পার’লেন না।

ডাক না মারলেও ৩ বলে ২ রান করে সাজঘ’রে ফেরেন তিনি। ১৩তম ওভার শেষে কলকাতা’র সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৮ রান। জয়ের জন্য দরকা’র ছিল ৪২ বলে ৮৫ রান। টি-টোয়েন্টির এই ফর’ম্যাটে এমন পরিস্থিতিতেও ধুমধাড়াক্কা ব্যাটিং করে ম্যাচ জয়ের রেকর্ড আছে অহ’রহর।

কিন্তু ১৭তম ওভার শেষে পুরো চিত্র’টাই অন্যরকম হয়ে গেল। কলকাতা’র সংগ্রহ তখন ৮ উইকেট হারিয়ে ১২৭ রান। অর্থাৎ ১৯ রান করতেই ৫ উইকেট হাওয়া কলকাতা’র! ১৮ ওভার শেষে শিভাম মাভি ধংসস্তুপে দাঁড়িয়ে একা’ই ঝড় তোলেন। একটি বাউন্ডারি ও দুটি ছক্কার মারে দলে’র রান ১৪৫ এ নিয়ে যান।

কিন্তু শিভামের এই ঝড়ো ব্যাটিং শুধু পরাজয়ে’র ব্যবধানই কমিয়েছে। কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেনি। শেষ দুই ওভারে প্রয়োজন পড়ে ৪৮ রানে’র। ১৯তম ওভারে ঠাকুরের নো বলে’র সুবাদে ৫ রান যোগ হয়। এ ওভারে ফার্গুসন ও শিভাম নেন ১৭ রান।

অর্থাৎ শেষ ৬ বলে প্রয়োজন পড়ে ৩১ রানে’র। যা অনেকটাই অসম্ভব। তবুও খেলায় এক’রকম টিকে থাকে কলকাতা। কিন্তু শেষ ওভারে চেন্নাইয়ে’র ক্যারিবীয় অলরাউন্ডার ব্রাভো কলকাতা সমর্থকদে’র সব আশার আলো নিভিয়ে দেন।

পঞ্চম বলে শিভামকে সাজ’ঘরে ফেরালে ্ওই ওভার থেকে কলকাতা সংগ্রহ করতে পারে মাত্র ৩ রান। ফলে ২৭ রানে জয় পায় ধোনির চেন্না’ই সুপার কিংস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাকিবদের হারিয়ে আইপিএলের শিরোপা ধোনির চেন্নাইর

আপডেট সময় : ০১:৫০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১

এবারের আইপিএলের পুরো মৌসুমজুড়ে বোলিং পার’ফরম্যান্সে ভর করেই ম্যাচ জিতে এসেছে কলকাতা। আর সেই দলের বোলাররা শিরোপা নির্ধারণী ম্যাচে ছন্দ হারা’লেন। বরুণ-ফার্গুসন-নারিন-সাকিব কেউ-ই ভালো কর’লেন না।

তাদের তুলো’ধোনা করলেন চেন্নাইয়ের প্রোটিয়া তারকা ফাফ ডুপ্লেসি। রবিন উথাপ্পা আর মঈন আলিও কম যা’ননি। তারা প্রত্যেকেই তিনটি করে ছক্কা হাঁকিয়ে ৩ উইকেট হারিয়ে কলকাতা’র সামনে রাখেন ১৯২ রানের বড় সংগ্রহ। তবে ১৯৩ রানের বড় লক্ষ্যের তাড়ায় কলকাতাও দারুণ শুরু করলেও সব মাটি করে দিয়েছেন মিডল’অর্ডারের ব্যাটাররা।

আসা-যাওয়ার মিছিল শেষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫তে থেমে গেছে কল’কাতা। ফলে ২৭ রানে জয় নিয়ে আইপিএল-২১ এর শিরোপা জিতল ধোনির চেন্নাই সুপা’র কিংস। আজকের ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরুতে পারেননি কলকাতা’র অধিনায়ক ইয়ন মরগান।

গত ম্যাচে ডাক মেরে’ছিলেন তিনি। ফাইনালের মতো গুরুত্ব’পূর্ণ ম্যাচে করলেন ৮ বলে ৪ রান। এরপরই হ্যাজেলহুডের বলে চাহালে’র হাতে ক্যাচ তুলে দিয়ে দায়িত্ব শেষ করেন নিজের।

ফাইনালেও ডাক মারলেন বিশ্বসেরা অলরাউন্ডা’র সাকিব। ১৪তম ওভারের ৫ম বলে দিনেশ কার্তিকে’র আউটের পর নামেন সাকিব। সামনে বিশাল চ্যালেঞ্জ। ৩০ বলে কর’তে হবে ৭২ রান। আর ব্যাটে হাতে সাকিব নাম’লেন আর চলে গেলেন।

জাদেজা’র ওই একই ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরে’ন সাকিব। গত ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি এই অল’রাউন্ডার। দ্বিতীয় কোয়া’লিফায়ারে ছক্কা মেরে দলকে ফাইনালে তোলার নায়ক রাহুল ত্রিপাঠি আজ কিছুই করতে পার’লেন না।

ডাক না মারলেও ৩ বলে ২ রান করে সাজঘ’রে ফেরেন তিনি। ১৩তম ওভার শেষে কলকাতা’র সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৮ রান। জয়ের জন্য দরকা’র ছিল ৪২ বলে ৮৫ রান। টি-টোয়েন্টির এই ফর’ম্যাটে এমন পরিস্থিতিতেও ধুমধাড়াক্কা ব্যাটিং করে ম্যাচ জয়ের রেকর্ড আছে অহ’রহর।

কিন্তু ১৭তম ওভার শেষে পুরো চিত্র’টাই অন্যরকম হয়ে গেল। কলকাতা’র সংগ্রহ তখন ৮ উইকেট হারিয়ে ১২৭ রান। অর্থাৎ ১৯ রান করতেই ৫ উইকেট হাওয়া কলকাতা’র! ১৮ ওভার শেষে শিভাম মাভি ধংসস্তুপে দাঁড়িয়ে একা’ই ঝড় তোলেন। একটি বাউন্ডারি ও দুটি ছক্কার মারে দলে’র রান ১৪৫ এ নিয়ে যান।

কিন্তু শিভামের এই ঝড়ো ব্যাটিং শুধু পরাজয়ে’র ব্যবধানই কমিয়েছে। কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেনি। শেষ দুই ওভারে প্রয়োজন পড়ে ৪৮ রানে’র। ১৯তম ওভারে ঠাকুরের নো বলে’র সুবাদে ৫ রান যোগ হয়। এ ওভারে ফার্গুসন ও শিভাম নেন ১৭ রান।

অর্থাৎ শেষ ৬ বলে প্রয়োজন পড়ে ৩১ রানে’র। যা অনেকটাই অসম্ভব। তবুও খেলায় এক’রকম টিকে থাকে কলকাতা। কিন্তু শেষ ওভারে চেন্নাইয়ে’র ক্যারিবীয় অলরাউন্ডার ব্রাভো কলকাতা সমর্থকদে’র সব আশার আলো নিভিয়ে দেন।

পঞ্চম বলে শিভামকে সাজ’ঘরে ফেরালে ্ওই ওভার থেকে কলকাতা সংগ্রহ করতে পারে মাত্র ৩ রান। ফলে ২৭ রানে জয় পায় ধোনির চেন্না’ই সুপার কিংস।