অবশেষে ফর্মে ফিরলেন মুশফিক, জেতালেন দলকে

- আপডেট সময় : ০৭:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৮০ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্কঃ ফর্ম ফিরে পেয়ে’ছেন মুশফিকুর রহিম। তার ব্যাটিং নৈপুন্য বাংলাদেশ হাই পারফর্মেন্স (এইচপি) দলের বিপ’ক্ষে ‘এ’ দল ৬ উইকেটের জয় পেয়েছে।
আজ মঙ্গলবার সিলেট আন্ত’র্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অপরাজিত ৭০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন টাইগার দলের শীর্ষ’স্থানীয় এই ব্যাটস’ম্যান।
সাম্প্র’তিক সময়ে রান খরায় ভুগ’ছিলেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিউ’জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৫টি আন্ত’র্জাতিক টি-২০ ম্যাচে মাত্র ৩৯ রান করেছেন তিনি। তন্মধ্যে আবার দুই ম্যাচে মাঠ ছেড়ে’ছেন শূন্য হাতে।
এ কারণেই বাংলাদেশে সব’চেয়ে নির্ভর’যোগ্য এই ব্যাটসম্যান স্বেচ্ছায় ‘এ’ দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ফর্মে ফেরার লক্ষ্যে’ই বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেন তিনি।
ফর্মেট ভিন্ন হলেও রান পেলে মুশফিক আত্ম’বিশ্বাস ফিরে পাবেন বলে এর আগে মত দিয়ে’ছিলেন বিশেষজ্ঞরা। দারুণভাবে সেই প্রত্যাশাকে বাঁচিয়ে রাখলেন তিনি।
প্রথমে ব্যাটিং পেয়ে এইচপি দল ৪৮.৫ ওভারেই সবকটি উই’কেট হারিয়ে ২৪৭ রান করে। জবাবে ৪৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে ‘এ’ দল। মুশফিক ৯১ বলের মোকাবিলায় একটি ছয় ও চারটি বাউ’ন্ডারি হাকিয়ে অপ’রাজিত ৭০ রান সংগ্রহ করেন। ৮১ বলে ৬০ রান তুলে তাকে উপযুক্ত সঙ্গ দিয়েছেন ইম’রুল কায়েস।
এর আগে ওপেনার মোমি’নুল হক ও নাজমুল হোসেন শান্ত উড়ন্ত সুচনা এনে দেন ‘এ’ দলকে। শান্ত মাত্র ১৮ বলে ২৭ রান সংগ্রহ করেন।
আর মোমি’নুল দলীয় সংগ্রহে যোগ করেন ২৯ রান। এরপর তৃতীয় উইকেট জুটিতে মুশ’ফিকুরের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে তুলেন কায়েস। জাতীয় দলের সাবেক ওপেনার বিদায় নিলেও দলকে জয় পর্যন্ত টেনে নিয়ে যান মুশ’ফিক। সেই পথে তাকে সহযোগিতা করে’ছেন মোসাদ্দেক হোসেন (২৪) ও মোহাম্মদ মিথুন (অপ: ২৮)।
এর অগে বেশ দারুণ ভাবেই শুরু করেছিল এইচপি। ওপেনার তান’জিদ হোসেন ৯৩ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় স৮১ রান সংগ্রহ করেন।
মোসা’দ্দেকের আক্রমণ শুরুর আগে আরেক ব্যাটস’ম্যান শাহাদাত হোসেন দিপু দলীয় সংগ্রহ শালায় যোগ করেন ৫১ রান। মোসাদ্দেক ৩১ রান দিয়ে চার উই’কেট নিয়ে তাদের রাশ টেনে ধরেন। সঙ্গে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও শহিদুল ইসলাম।
সিরি’জের বাকী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২ ও ৪ অক্টোবর। পরের ওই দুই ম্যাচে অংশ নিবেন না মুশ’ফিক। টি-২০ বিশ্বকাপে অংশ নিতে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে জাতীয় ক্রি’কেট দল।