ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ ::
খানবাহাদুর আহ্ছানউল্লা’র আদর্শ বাস্তবায়ন তরুনদের উদ্বুদ্ধ করতে হবে নড়াইল-১আসনে আবারো আ’লীগের মনোনয়ন পেলেন বিএম কবিরুল হক মুক্তি খানবাহাদুর আহ্ছানউল্লা ছিলেন বহুমাত্রিকগুনের অধিকারী : অধ্যাপক ড. এম শমসের আলী ফের নৌকার টিকিট পেলেন রাজী মোহাম্মদ ফখরুল পি‌রোজপু‌রে ফেজবু‌কে স্টাটার্স দি‌য়ে অনার্স পড়ুয়া ছা‌ত্রের আত্মহত্যা যেভাবে জানা যাবে এইচএসসির ফল > How to know HSC result নেত্রকোণা -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক জনপ্রিয়তার শীর্ষে চাটখিলে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দিনব্যাপী গণসংযোগ করলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহ্ কুতুবউদ্দিন তালুকদার রুয়েল দেশে সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার রয়েছে –স্থানীয় সরকার মন্ত্রী

এক-দুইয়ের লড়াইয়ে চেন্নাইকে শক্তি দেখালো দিল্লি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১ ১৫২ বার পড়া হয়েছে

এক-দুইয়ের লড়াইয়ে চেন্নাইকে শক্তি দেখালো দিল্লি

দেশের সময়২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক নম্বরে চেন্না’ই সুপার কিংস, দুই নম্বরে দিল্লি ক্যাপি’টালস। দুবাইয়ের ম্যাচ শুরুর আগে এই ছিল আই’পিএলের পয়েন্ট টেবিলের অবস্থান। পয়েন্ট সমান থাকলেও নেট রান’রেটে এগিয়ে ছিল চেন্নাই। তাই জিতলে মহেন্দ্র সিং ধোনিরা ২ পয়েন্টে এগিয়ে শীর্ষ’স্থান সুসংহত করবে, অন্যদিকে দিল্লি জিতলে চেন্নাইকে টপকে যাবে যেতো- এই সমী’করণে মাঠে নেমে নিজেদের শক্তি দেখালো ঋষভ পান্তরা। চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে শী’র্ষে বসেছে দিল্লিই।

এবারের আই’পিএলে এই দুই দল সমানতালে লড়ে যাচ্ছে। শিরোপা জেতার পথেও তারাই ফেভারিট। তাই দল দুটির মুখোমুখি লড়াইয়ে উত্তেজনার কমতি ছিল না দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। যদিও রান উৎসব হয়নি, বরং বোলাররা আলো ছড়িয়েছেন। তবে উত্তেজ’না ছড়িয়েছে ঠিকই। শেষ ওভারে গিয়ে নিষ্পত্তির হয়েছে পয়েন্ট টেবিলের এক-দুইয়ের লড়াই। যেখানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে চেন্না’ইয়ের করা ১৩৬ রান ৭ উইকেট হারিয়ে ২ বল আগে টপকে যায় দি’ল্লি।

ফলে ১৩ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে দিল্লি। আর হেরে যাওয়া চেন্নাই সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।

দিল্লি’র জয়ের ‘নায়ক’ শিমরন হেটমায়ার। সাত নম্বরে নামা ক্যারিবিয়ান ব্যাটসম্যানের ১৮ বলে ২ বাউন্ডারি ও এক ছক্কায় খেলা হার না মানা ২৮ রানে শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত হয় দিল্লির। শেষ ওভারে জিততে দরকার ছিল ৬ রান। কিন্তু অভিজ্ঞ ডোয়াইন ব্রাভো ম্যাচ জমিয়ে দিয়েছিলেন তৃতীয় বলে অক্ষর প্যাটেলকে ফিরিয়ে। যদিও চতুর্থ বলে কাগিসো রাবাদা বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিত করেন জয়।

দিল্লির সর্বোচ্চ সংগ্রাহক শিখর ধাওয়ান। এই ওপেনার ৩৫ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলে যান ৩৯ রানের ইনিংস। আরেক ওপেনার পৃথ্বি শ ১২ বলে করেন ১৮ রান। তার সমান ১৮ রান আসে রিপাল প্যাটেলের ব্যাট থেকে।

চেন্নাইয়ের শার্দূল ঠাকুর ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। রবীন্দ্র জাদেজাও ২ উইকেট নিয়েছেন ২৮ রান খরচায়।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাইয়ের টপ অর্ডার মোটেও সুবিধা করতে পারেনি। এরপরও রান ১৩৬ হয়েছে আম্বাতি রাইডুর হাফসেঞ্চুরি। পাঁচ নম্বরে নেমে এই ব্যাটসম্যান ৪৩ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত ছিলেন ৫৫ রানে। রবিন উথাপ্পা করেন ১৯ রান। ধোনি ১৮, রুতুরাজ গায়কোয়াড় ১৩ ও ফাফ ডু প্লেসি করেন ১৮ রান।

দিল্লি’র সবচেয়ে সফল বোলার অক্ষর প্যাটেল। ম্যাচ’সেরার পুরস্কার জেতা বাঁহাতি স্পিনার ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আনরিখ নর্কিয়া, আভেশ খান ও অশ্বিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এক-দুইয়ের লড়াইয়ে চেন্নাইকে শক্তি দেখালো দিল্লি

আপডেট সময় : ০২:০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

এক নম্বরে চেন্না’ই সুপার কিংস, দুই নম্বরে দিল্লি ক্যাপি’টালস। দুবাইয়ের ম্যাচ শুরুর আগে এই ছিল আই’পিএলের পয়েন্ট টেবিলের অবস্থান। পয়েন্ট সমান থাকলেও নেট রান’রেটে এগিয়ে ছিল চেন্নাই। তাই জিতলে মহেন্দ্র সিং ধোনিরা ২ পয়েন্টে এগিয়ে শীর্ষ’স্থান সুসংহত করবে, অন্যদিকে দিল্লি জিতলে চেন্নাইকে টপকে যাবে যেতো- এই সমী’করণে মাঠে নেমে নিজেদের শক্তি দেখালো ঋষভ পান্তরা। চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে শী’র্ষে বসেছে দিল্লিই।

এবারের আই’পিএলে এই দুই দল সমানতালে লড়ে যাচ্ছে। শিরোপা জেতার পথেও তারাই ফেভারিট। তাই দল দুটির মুখোমুখি লড়াইয়ে উত্তেজনার কমতি ছিল না দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। যদিও রান উৎসব হয়নি, বরং বোলাররা আলো ছড়িয়েছেন। তবে উত্তেজ’না ছড়িয়েছে ঠিকই। শেষ ওভারে গিয়ে নিষ্পত্তির হয়েছে পয়েন্ট টেবিলের এক-দুইয়ের লড়াই। যেখানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে চেন্না’ইয়ের করা ১৩৬ রান ৭ উইকেট হারিয়ে ২ বল আগে টপকে যায় দি’ল্লি।

ফলে ১৩ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে দিল্লি। আর হেরে যাওয়া চেন্নাই সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।

দিল্লি’র জয়ের ‘নায়ক’ শিমরন হেটমায়ার। সাত নম্বরে নামা ক্যারিবিয়ান ব্যাটসম্যানের ১৮ বলে ২ বাউন্ডারি ও এক ছক্কায় খেলা হার না মানা ২৮ রানে শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত হয় দিল্লির। শেষ ওভারে জিততে দরকার ছিল ৬ রান। কিন্তু অভিজ্ঞ ডোয়াইন ব্রাভো ম্যাচ জমিয়ে দিয়েছিলেন তৃতীয় বলে অক্ষর প্যাটেলকে ফিরিয়ে। যদিও চতুর্থ বলে কাগিসো রাবাদা বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিত করেন জয়।

দিল্লির সর্বোচ্চ সংগ্রাহক শিখর ধাওয়ান। এই ওপেনার ৩৫ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলে যান ৩৯ রানের ইনিংস। আরেক ওপেনার পৃথ্বি শ ১২ বলে করেন ১৮ রান। তার সমান ১৮ রান আসে রিপাল প্যাটেলের ব্যাট থেকে।

চেন্নাইয়ের শার্দূল ঠাকুর ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। রবীন্দ্র জাদেজাও ২ উইকেট নিয়েছেন ২৮ রান খরচায়।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাইয়ের টপ অর্ডার মোটেও সুবিধা করতে পারেনি। এরপরও রান ১৩৬ হয়েছে আম্বাতি রাইডুর হাফসেঞ্চুরি। পাঁচ নম্বরে নেমে এই ব্যাটসম্যান ৪৩ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত ছিলেন ৫৫ রানে। রবিন উথাপ্পা করেন ১৯ রান। ধোনি ১৮, রুতুরাজ গায়কোয়াড় ১৩ ও ফাফ ডু প্লেসি করেন ১৮ রান।

দিল্লি’র সবচেয়ে সফল বোলার অক্ষর প্যাটেল। ম্যাচ’সেরার পুরস্কার জেতা বাঁহাতি স্পিনার ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আনরিখ নর্কিয়া, আভেশ খান ও অশ্বিন।