হাতিয়ায় তমরদ্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

- আপডেট সময় : ১১:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
উত্তম সাহা, হাতিয়া প্রতিনিধিঃ হাতিয়ায় তমরদ্দি বাজারে ২১ অক্টোবর, বিকাল ৫ টায় জনস্বাস্থ্য ও পরিবেশ বিরোধী প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধে তফসিলভূক্ত ১৯টি পণ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন -২০১০” এর আওতায় অদ্য হাতিয়ার তমরুদ্দী বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান , নোয়াখালীর মুখ্য পরিদর্শক পাট মন্ত্রণালয়ের প্রসিকিউশন অফিসার সমীর সওদাগর , হাতিয়া থানা বাংলাদেশ পুলিশের সদস্য ও তমরদ্দি বাজার কমিটির সদস্য বৃন্দের উপস্থিতিতে ০৪ টি ব্যবসা প্রতিষ্ঠান কে ২০,০০০/- টাকা জরিমানা করা হয় ।
ভাই ভাই ষ্টোরকে দশ হাজার,মেঘনাষ্টোর পাঁচ হাজার,বিপ্ল ষ্টোর তিন হাজার ও ননীগোপাল ট্রেডাস দুই হাজার,মোট বিশ হাজার টাকা জরিমানা আদায় করে সব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।