পাটুরিয়া ফেরি ডুবির উদ্ধার অভিযানের শেষ দিনে যা বললেন উপ-ব্যবস্থাপক

- আপডেট সময় : ১২:১৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
মোঃ সেলিম মিয়া, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ’ র ভেতর থেকে পন্যবাহী ট্রাক উদ্ধার অভিযান চতুর্থ দিনের মতো শনিবার আজ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে।
উদ্ধাকারী জাহাজ হামজা টানা তিনদিন উদ্ধার কাজ করে যাচ্ছে। আজ উদ্ধার কাজে যোগ দিচ্ছে আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম । আজ ২টি মোটরসাইকেল ও ১টি কাভারব্যন ট্রাক উদ্ধার করতে পেরেছেন। এই প্রর্যন্ত ১৩টি কাভারব্যন ট্রাক সহ ৩ মোটরসাইকেল উদ্ধার হল। আর এটি ট্রাক ফেরির মধ্য ডুবন্ত অবস্থায় আছে সেটিকেউ আজ উদ্ধার করা হবে।
১৪টি ট্রাক ও ৭টি মোটরসাইকেল নিয়ে ফেরিটি একাংম ডুবে গিয়েছিল। ২৭ অক্টোবর আনুমানিক সকাল পৌঁনে ১০টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে আমানত শাহ নামের রো রো ফেরি যানবাহন আনলোড করতে গিয়ে ডান দিকে কাঁত হয়ে একাংশ ডুবে যায়।
ডুবে যাওয়ার পর ফেরি থাকা ১৪টি পণ্য বোঝাই ট্রাক পদ্মা নদীতে তলিয়ে গেলে উদ্ধার কাজে অংশ নেয় স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।