সুনামগঞ্জে স্মার্ট ওয়ার্ক এর উদ্যোগে কম্বল বিতরণ

- আপডেট সময় : ০২:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ শীতের শুরুতেই সুনামগঞ্জের ভাটির জনপদ শাল্লায় স্মার্ট ওয়ার্ক ইন্টারন্যাশলান এর উদ্যোগে গরীব অসহায় প্রতিবন্ধী পরিবারে কম্বল বিতরণ করেন। বৃহস্পতিবার বেলা ১ টায় দিরাই শাল্লা সড়কের পাশে তাদের নিজ কার্যালয়ে কম্বল বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে স্মার্ট ওয়ার্ক এর ম্যানেজার ঝলক দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযূষ, সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী প্রমুখ।
বক্তারা স্মার্ট ওয়ার্কের জনসেবা মূলক সার্বিক কার্যক্রম সততার সঙ্গে সচ্ছতা বজায় রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে আগতদের মধ্যে অতিথিবৃন্দ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।