ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ ::
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম আইএমও এর প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত খানবাহাদুর আহ্ছানউল্লা’র আদর্শ বাস্তবায়ন তরুনদের উদ্বুদ্ধ করতে হবে নড়াইল-১আসনে আবারো আ’লীগের মনোনয়ন পেলেন বিএম কবিরুল হক মুক্তি খানবাহাদুর আহ্ছানউল্লা ছিলেন বহুমাত্রিকগুনের অধিকারী : অধ্যাপক ড. এম শমসের আলী ফের নৌকার টিকিট পেলেন রাজী মোহাম্মদ ফখরুল পি‌রোজপু‌রে ফেজবু‌কে স্টাটার্স দি‌য়ে অনার্স পড়ুয়া ছা‌ত্রের আত্মহত্যা যেভাবে জানা যাবে এইচএসসির ফল > How to know HSC result নেত্রকোণা -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক জনপ্রিয়তার শীর্ষে চাটখিলে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দিনব্যাপী গণসংযোগ করলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহ্ কুতুবউদ্দিন তালুকদার রুয়েল

দেশের উন্নয়নের স্বার্থে পরিবেশগত সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে- সাবের হোসেন চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে

দেশের উন্নয়নের স্বার্থে পরিবেশগত সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে- সাবের হোসেন চৌধুরী

দেশের সময়২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধিঃ প্রকৃতি ও পরিবেশ আজ সঙ্কটের মুখোমুখি। এ সঙ্কট বিশেষ কোনো গোষ্ঠী, দেশ বা জাতির নয়; সমগ্র মানবজাতির। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বিপন্ন পরিবেশ- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি।

তিনি বলেন, মানুষের বসবাস উপযোগী বিশ্ব গড়ার লক্ষ্যে চাই দূষণমুক্ত পরিবেশ। ঢাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। এখন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দেশে কোনো আইন নেই। বর্জ্য সমস্যার সমাধান করা না গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি থেকেই যাবে।

পরিবেশগত স্বাস্থ্য বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করতে হবে।  গত ১২ মার্চ ২০২২, শনিবার, বেলা ১১ টায়, ঢাকা কলিং প্রকল্পের উদ্যোগে পার্লামেন্ট ক্লাব, বাংলাদেশ জাতীয় সংসদ- এর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিদের নিয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষক আলোচনা সভার প্রদান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমশিউর রহমান রাঙ্গা এমপি ও বিরোধী দলীয় চীপহুইপ ও সদস্য, স্থানীয় সরকার ও সমরায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি ও সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি প্রমূখ।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনুদ্দীন আহমদ, চিফ অব পার্টি, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, ক্রিস্টিন ওয়েলস, অফিস ডিরেক্টর, ইউএসএআইডি বাংলাদেশ, সুমনা বিনতে মাসুদ, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট, ইউএসএআইডি বাংলাদেশ, সুকান্ত সেন, নির্বাহী পরিচালক, বারসিক, খন্দকার রেবেকা সান ইয়াত, নির্বাহী পরিচালক, কাপ এবং সুমন আহসানুল ইসলাম, এডভাইজার, ইনসাইটস।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. দিবালোক সিংহ, নির্বাহী পরিচালক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ও চেয়ারপার্সন, কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর (কাপ)। মশিউর রহমান রাঙ্গা, এমপি বস্তিবাসীদের সুস্থ রাখার উপর গুরুত্ব দিয়ে বলেন, আমাদের সুস্থ থাকতে হলে বস্তিবাসীদের সুস্থ রাখার বিকল্প নেই। সরকারের আন্ত:মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশকে সুস্থ রাখতে রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে হবে।

এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, এমপি বলেন, সচেতনতা, বর্জ্য দ্রুত অপসারণ, গবেষণা ও আইনের সঠিক বাস্তবায়ন প্রয়োজন। ক্রিস্টিন ওয়েলস, অফিস ডিরেক্টর, ইউএসএআইডি বাংলাদেশ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই পলিসিগুলো খুবই জরুরি। সরকারী ও বেসরকারী অংশিদারিত্বের মাধ্যমে আমরা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে পারি।

আলোচনা সভায় আলোচকরা , কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ বাস্তবায়নের দাবি জানিয়ে দ্রুত গাইডলাইন প্রণোয়নের আহবান জানায়। আলোচনা সভার শুরুতে ঢাকা কলিং কনসোর্টিয়াম কোঅর্ডিনেটর সানজিদা জাহান আশরাফী বিগত সভার সিদ্ধান্তগুলো পাঠ করে শুনান। আলোচনা সভায় ড. আবু জামিল ফয়সাল, চেয়ারম্যান, হেল্থ-২১, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক একটি গবেষণা প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

আলোচনা সভা থেকে দুটি সংসদীয় কমিটির হাতে ঢাকার দুই প্রান্তিক অঞ্চলের নিম্ন আয়ের প্রতিনিধিরা দুটি স্মারকলিপি তুলে দেন । স্মারকলিপিতে  শহরের ঘনবসতিপূর্ণ এলাকার প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জন্য জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ বৃদ্ধি করা, জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা কমিটিতে শহরের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী ও বর্জ্য ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত কর্মীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়টি তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশের উন্নয়নের স্বার্থে পরিবেশগত সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে- সাবের হোসেন চৌধুরী

আপডেট সময় : ০৮:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধিঃ প্রকৃতি ও পরিবেশ আজ সঙ্কটের মুখোমুখি। এ সঙ্কট বিশেষ কোনো গোষ্ঠী, দেশ বা জাতির নয়; সমগ্র মানবজাতির। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বিপন্ন পরিবেশ- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি।

তিনি বলেন, মানুষের বসবাস উপযোগী বিশ্ব গড়ার লক্ষ্যে চাই দূষণমুক্ত পরিবেশ। ঢাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। এখন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দেশে কোনো আইন নেই। বর্জ্য সমস্যার সমাধান করা না গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি থেকেই যাবে।

পরিবেশগত স্বাস্থ্য বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করতে হবে।  গত ১২ মার্চ ২০২২, শনিবার, বেলা ১১ টায়, ঢাকা কলিং প্রকল্পের উদ্যোগে পার্লামেন্ট ক্লাব, বাংলাদেশ জাতীয় সংসদ- এর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিদের নিয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষক আলোচনা সভার প্রদান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমশিউর রহমান রাঙ্গা এমপি ও বিরোধী দলীয় চীপহুইপ ও সদস্য, স্থানীয় সরকার ও সমরায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি ও সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি প্রমূখ।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনুদ্দীন আহমদ, চিফ অব পার্টি, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, ক্রিস্টিন ওয়েলস, অফিস ডিরেক্টর, ইউএসএআইডি বাংলাদেশ, সুমনা বিনতে মাসুদ, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট, ইউএসএআইডি বাংলাদেশ, সুকান্ত সেন, নির্বাহী পরিচালক, বারসিক, খন্দকার রেবেকা সান ইয়াত, নির্বাহী পরিচালক, কাপ এবং সুমন আহসানুল ইসলাম, এডভাইজার, ইনসাইটস।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. দিবালোক সিংহ, নির্বাহী পরিচালক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ও চেয়ারপার্সন, কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর (কাপ)। মশিউর রহমান রাঙ্গা, এমপি বস্তিবাসীদের সুস্থ রাখার উপর গুরুত্ব দিয়ে বলেন, আমাদের সুস্থ থাকতে হলে বস্তিবাসীদের সুস্থ রাখার বিকল্প নেই। সরকারের আন্ত:মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশকে সুস্থ রাখতে রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে হবে।

এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, এমপি বলেন, সচেতনতা, বর্জ্য দ্রুত অপসারণ, গবেষণা ও আইনের সঠিক বাস্তবায়ন প্রয়োজন। ক্রিস্টিন ওয়েলস, অফিস ডিরেক্টর, ইউএসএআইডি বাংলাদেশ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই পলিসিগুলো খুবই জরুরি। সরকারী ও বেসরকারী অংশিদারিত্বের মাধ্যমে আমরা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে পারি।

আলোচনা সভায় আলোচকরা , কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ বাস্তবায়নের দাবি জানিয়ে দ্রুত গাইডলাইন প্রণোয়নের আহবান জানায়। আলোচনা সভার শুরুতে ঢাকা কলিং কনসোর্টিয়াম কোঅর্ডিনেটর সানজিদা জাহান আশরাফী বিগত সভার সিদ্ধান্তগুলো পাঠ করে শুনান। আলোচনা সভায় ড. আবু জামিল ফয়সাল, চেয়ারম্যান, হেল্থ-২১, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক একটি গবেষণা প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

আলোচনা সভা থেকে দুটি সংসদীয় কমিটির হাতে ঢাকার দুই প্রান্তিক অঞ্চলের নিম্ন আয়ের প্রতিনিধিরা দুটি স্মারকলিপি তুলে দেন । স্মারকলিপিতে  শহরের ঘনবসতিপূর্ণ এলাকার প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জন্য জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ বৃদ্ধি করা, জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা কমিটিতে শহরের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী ও বর্জ্য ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত কর্মীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়টি তুলে ধরা হয়।